kolkata

Apr 11 2023, 16:07

*তমলুকে নেতাজির ৮৫ তম আগমন বার্ষিকীতে নেতাজি সুভাষচন্দ্র বসুর ওপর বিশেষ পোস্টাল খাম উদ্বোধন তমলুকে*

তমলুক: পূর্ব মেদিনীপুর জেলার তমলুক হেড পোস্ট অফিসের পক্ষ থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুর ওপর বিশেষ পোস্টাল খাম উদ্বোধন হল ১১ এপ্রিল মঙ্গলবার। তমলুক শহরের নেতাজি সুভাষচন্দ্র বসুর আগমন দিনের স্মরণে বিশেষ খাম উদ্বোধন হল। ১৯৩৮ সালের ১১ এপ্রিল নেতাজি সুভাষচন্দ্র বসু তমলুকে এসেছিলেন। ব্রিটিশ বিরোধী আন্দোলনে তমলুকে স্বদেশী নেতা কর্মীদের নিয়ে রাজবাড়ীর খোস রঙের মাঠে একটি বৈঠকও করেন। নেতাজির তমলুক আসার স্মৃতিতে তমলুক ডাক বিভাগের উদ্যোগে বিশেষ খাম উদ্বোধন হল।  

ভারতের স্বাধীনতা সংগ্রামের গৌরবময় ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায় অবিভক্ত মেদিনীপুর। স্বাধীনতা আমি মাটি মেদিনীপুরের মানুষজন বারবার ব্রিটিশের রক্তচক্ষু অপেক্ষা করে গর্জে উঠেছে। সশস্ত্র আন্দোলন থেকে পিছিয়ে যায়নি বাড়ির মেয়েরাও। অভিযোগটা মেদিনীপুরের এই তমলুকেই প্রতিষ্ঠা হয়েছিল তাম্রলিপ্ত জাতীয় সরকার ১৯৪২ সালের ১৭ সেপ্টেম্বর। ব্রিটিশ বিরোধী আন্দোলনে তমলুকের স্বদেশীদের পাশে দাঁড়িয়ে ছিলেন তাম্রলিপ্ত নগরীর রাজা ও রাজবাড়ীর অন্যান্য সদস্যরা। 

তমলুকের স্বদেশী নেতা ও কর্মীদের নিয়ে স্বাধীনতা সংগ্রামের ভবিষ্যৎ রূপরেখা কি হবে তা নিয়ে বৈঠক করতে আসেন কংগ্রেসের সভাপতি নেতাজি সুভাষচন্দ্র বসু। ১৯৩৮ সালের ১১ এপ্রিল তিনি ট্রেনে করে পাঁশকুড়া স্টেশনে আসেন। তারপর গাড়িতে করে তমলুকে এসে পৌঁছান তিনি। সেই সময় ব্রিটিশ রক্ত চক্ষুর ভয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর সভাস্থল কোথায় হবে তা নিয়ে জটিলতা দেখা দেয়। কিন্তু সে সময়ও এগিয়ে আসেন তাম্রলিপ্ত রাজ পরিবার। রাজ পরিবারের খোশ রঙের মাঠে আমগাছ কেটে নেতাজি সুভাষচন্দ্র বসুর সভার আয়োজন করা হয়। ২০২৩ এর ১১ এপ্রিল নেতাজি সুভাষ চন্দ্রের তমলুকে আসার ৮৫ তম বর্ষপূর্তি।

এদিন তমলুকে এদিন তমলুকে নেতাজি আসার ৮৫ তম বর্ষ পূর্তি উপলক্ষে ভারতীয় ডাক বিভাগের উদ্যোগে তমলুক হেড পোস্ট অফিসের পক্ষ থেকে নেতাজি সুভাষচন্দ্র আসার দিনটিকে স্মরণে রাখতে বিশেষ পোস্টাল খাম উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন কলকাতা গ্র্যান্ড পোস্ট অফিসের পোস্টমাস্টার শশী শালিনী কুজুর। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাম্রলিপ্ত রাজ পরিবারের সদস্য তথা তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান ডঃ দীপেন্দ্র নারায়ন রায় সহ অন্যান্য বিশিষ্ট অতিথিবর্গেরা।

kolkata

Apr 11 2023, 16:05

*গান্ধী মূর্তির সামনে চলা ধর্নার মেয়াদ বাড়াতে ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন আন্দোলনকারীরা*


কলকাতা: গান্ধী মূর্তির সামনে চলা ধর্নার মেয়াদ বাড়াতে ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন আন্দোলনকারীরা। সেখানে গত ২৭ জানুয়ারি থেকে তারা আন্দোলন করছেন। তবে মঙ্গলবার সেনা বাহিনীর বক্তব্য না শুনে তা সম্ভব নয় বলে জানিয়ে দিলেন বিচারপতি রাজাশেখর মান্থা। পরবর্তী নির্দেশ দেওয়ার আগে এই মামলায় সেনাকে যুক্ত করতে নির্দেশ দিয়েছে আদালত। কারণ, বিচারপতির মতে আন্দোলনের মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত নিতে সেনার বক্তব্য শোনা প্রয়োজন।

সদ্য শহীদ মিনার থেকে মহার্ঘ্য ভাতা নিয়ে চলা সরকারি কর্মচারীদের সরাতে সেনাবাহিনী হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। মূলত, ময়দান থেকে সব অবস্থান বিক্ষোভ সরানোর জন্য সেনা বাহিনীর পূর্বাঞ্চলীয় অধিকর্তা হাইকোর্টে আবেদন করেছেন। এর জেরে ময়দান চত্বর জুড়ে চাকরি, বকেয়া ডি এ সহ নানা ইস্যুতে চলা প্রায় ১৪ টি ধর্না অবস্থান আন্দোলনের ভবিষ্যত এখন প্রশ্নের মুখে রয়েছে।

kolkata

Apr 11 2023, 10:44

বেলঘড়িয়া থানার সামনে পুলিশ, বিধায়ক ও দুষ্কৃতীদের হুঁশিয়ারির সুরে বেফাস মন্তব্য কামারহাটির প্রাক্তন বিধায়ক মানস মুখার্জির


কলকাতা: বেলঘড়িয়া থানার সামনে দলীয় বিক্ষোভ সমাবেশ থেকে কামারহাটির বর্তমান বিধায়ক, পুলিশ ও দুষ্কৃতীদের কড়া ভাষায় হুশিয়ারি দিলেন কামারহাটি বিধানসভার প্রাক্তন সিপিআইএম বিধায়ক মানস মুখার্জি। এদিন মানস মুখার্জী বলেন," দুষ্কৃতীরা এলাকায় রাজ চালাবে ? না, পুলিশ মানুষকে সঙ্গে নিয়ে কাজ করবে। যদি না করে তাহলে কামারহাটিতে সাগরদিঘীর থেকেও খারাপ পরিস্থিতি হবে। আর সেটা করতে আমরা বাধ্য হবো। পুলিশ শুধু নিরপেক্ষ থাকুক, তারপরে বুঝিয়ে দেব কার লাঠিতে কত জোর।"

প্রাক্তন বিধায়কের এই মন্তব্যের তীব্র কটাক্ষ করে তৃণমূল নেতা বিশ্বজিৎ সাহা বলেন ,"মানস মুখার্জি নিজেই দুষ্কৃতি নিয়ে চলেন।উনি সমাজ বিরোধীদের নিয়েই কামারহাটি চালাতেন একসময়। মানস মুখার্জী সব সময় হুমকির সুরে কথা বলেন"।

তবে এই ঘটনায় সিপিআইএম ও তৃণমূলকে একসাথে কটাক্ষ করলেন বিজেপি নেতা কিশোর কর।

kolkata

Apr 10 2023, 17:58

*পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা কবে? জানিয়ে দিলেন শুভেন্দু!*

রাজ্যে পঞ্চায়েত নির্বাচন কবে তা নিয়ে এখনও সিদ্ধান্ত না হলেও ভোটের দিনক্ষণ জানিয়ে দিলেন নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। খেজুরির সভা থেকে তিনি বলেন, '২ মে পঞ্চায়েত ভোট ঘোষণা করবে, সব খবর আমার কাছে থাকে।' শাসক দলকে বিঁধে তিনি বলেন, ''লুঠের জন্য পুলিশ দিয়ে ভোট করতে চাইছে তৃণমূল। সাগরদিঘিতে সংখ্যালঘু ভোটে ধাক্কার জেরে হামলা চালায় তৃণমূল।'' পঞ্চায়েতেও কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর দাবি তুলেছেন তিনি।

kolkata

Apr 10 2023, 17:57

*নবান্ন থেকে ৩৫টি অ্যাম্বুলেন্সের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী*


রাজ্যে জরুরি পরিষেবার অ্যাম্বুলেন্স পরিষেবা শুরুর কথা চাউর হয়েছিল আগেই। এবার করা হল তার উদ্বোধন। নবান্ন থেকে ৩৫টি অ্যাম্বুলেন্সের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাস্থ্য সাথীর মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পাচ্ছে সাধারণ মানুষ। এবার বিপদের সময় মিলবে হাইটেক অ্যাম্বুলেন্স পরিষেবাও।অ্যাডভান্স লাইফ সাপোর্ট সম্বলিত এইসব অ্যাম্বুলেন্সে যে ব্যবস্থা রয়েছে তা হাসপাতালের চেয়ে কোনো অংশই কম নয়। বলা চলে, ‘মিনি হাসপাতাল’।

kolkata

Apr 10 2023, 17:54

*দণ্ডি বিতর্ক : এবার রাষ্ট্রপতির দ্বারস্থ সুকান্ত*

তপনে দণ্ডি বিতর্ক নিয়ে এবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দ্বারস্থ হলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। গোটা ঘটনায় রাষ্ট্রপতির হস্তক্ষেপ চেয়ে চিঠি দিলেন তিনি। তৃণমূলের বিরুদ্ধে গোটা আদিবাসী সমাজকে অপমান করার অভিযোগ জানিয়েছেন চিঠিতে। সেই সঙ্গে দোষীদের শাস্তির দাবিও জানিয়েছেন।

kolkata

Apr 10 2023, 15:51

শর্ত সাপেক্ষে আসানসোলের কম্বল কাণ্ডে জামিন পেলেন প্রাক্তন মেয়র তথা জিতেন্দ্র তিওয়ারি


কলকাতা: আসানসোলের কম্বল কাণ্ডে জামিন পেলেন প্রাক্তন মেয়র তথা জিতেন্দ্র তিওয়ারি। কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চ এই জামিন মঞ্জুর করেছে। ব্যক্তিগত ৫০ হাজার টাকার বন্ডে শর্ত সাপেক্ষে এই জামিন মঞ্জুর করেছে আদালত।

বিজেপির কম্বল বিতরণ অনুষ্টানে অশান্তির জেরে তাঁকে গ্রেফতার করে পুলিশ। হাইকোর্টের মতে পুলিশি তদন্তে অগ্রগতি হয়েছে। এই তদন্তে তাকে হেফাজতে রাখার প্রয়োজনীয়তা নেই বলে ডিভিশন বেঞ্চ জানিয়েছে। তবে, কলকাতা হাইকোর্টের নির্দেশ ছাড়া তিনি আপাতত আসানসোল পৌর এলাকায় ঢুকতে পারবেন না বলে নির্দেশে জানিয়েছে হাইকোর্ট।

kolkata

Apr 10 2023, 15:49

*বোমা বিস্ফোরণ, ছড়াল আতঙ্ক*

সোমবার উত্তর দিনাজপুরের ইসরামপুরে ভয়াবহ বোমা বিস্ফোরণ। এই বিস্ফোরণের জেরে জখম হন ১জন। স্থানীয়দের দাবি, বোমা মারতে গিয়েই এই বিস্ফোরণের ঘটনাটি ঘটে। জানা গেছে, তোফর আলী নামে এক ব্যক্তির বাড়িতে বোমা তৈরীর কাজ হচ্ছে। তবে, পুলিশের তরফে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।

kolkata

Apr 10 2023, 14:15

*দুর্ঘটনার কবলে নওশাদ সিদ্দিকী*

বিধানসভায় আসার পথে দুর্ঘটনার কবলে পড়লেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। সাঁতরাগাছির গড়ফায় কোনা এক্সপ্রেসওয়ের ওপর দিয়ে আসছিলেন বিধায়ক। আচমকাই একটি গাড়ি ব্রেক কষলে ধাক্কা লাগে বিধায়কের গাড়িতে। এরপর বিধায়কের গাড়ি ধাক্কা মারে একটি ফুড সাপ্লাইয়ের গাড়ির পেছনে।

ঘটনায় দুমড়ে মুচড়ে গিয়েছে বিধায়কের গাড়ির সামনের অংশ। যদিও অক্ষত রয়েছেন নওশাদ। এই ঘটনায় রাস্তায় সিগনাল নেই বলে সুর চড়িয়েছেন বিধায়ক। গোটা ঘটনার নেপথ্যে চক্রান্ত দেখছেন তিনি।

kolkata

Apr 10 2023, 13:53

হনুমানজয়ন্তী ও রামনবমীতে হওয়া অশান্তির ঘটনায় দায়ের হওয়া মামলার শুনানি শেষ ,রায়দান স্থগিত রাখল হাইকোর্ট


কলকাতা: হনুমানজয়ন্তী এবং রামনবমীতে হওয়া অশান্তির ঘটনায় দায়ের হওয়া মামলার শুনানি শেষ হল কলকাতা হাইকোর্টে। তবে চূড়ান্ত রায়দান স্থগিত রাখলেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টি. এস. শিবজ্ঞানম এবং বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চ। এই মামলারই অন্তর্বর্তী নির্দেশে হনুমান জয়ন্তীতে আইনশৃঙ্খলা রক্ষায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছিল আদালত।

সোমবার শেষ শুনানিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ জানিয়েছে তদন্ত করার জন্য তারা প্রস্তুত বলে। তাদের দাবী, কে বা কারা এই অশান্তিতে উস্কানি দিয়েছে বা লাভবান হয়েছে তা জানা রাজ্য পুলিশের পক্ষে সম্ভব নয়। তা শুনে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির পর্যন্তক্ষণ, তদন্তে কেন্দ্রীয় সংস্থা প্রয়োজন। তিনি বলেন, পুলিশি রিপোর্টে স্পষ্ট যে ব্যাপক অশান্তি হয়েছে। বছরের পর বছর একই ঘটনা ঘটছে। রাজ্যের কাছে তিনি জানতে চান, কিভাবে এটা আটকানো সম্ভব।বাইরে থেকে আক্রমন - অধিগ্রহণের চেষ্টা হলে ইন্টারনেট বন্ধ হয়, মিছিলে অশান্তি হলে হয় না বলে মন্তব্য করেছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি।

তার মন্তব্য, বোমাবাজি, আগ্নেয়াস্ত্র উদ্ধার হওয়া এবং অশান্তির ঘটনা সাধারণ মানুষকে উদ্বিগ্ন করে।

এদিন হনুমানজয়ন্তী নিয়ে রিপোর্ট পেশ করল রাজ্য। তারা জানিয়েছে, হনুমানজয়ন্তীর মিছিল শান্তিপূর্ন হয়েছে। হুগলির গ্রামীণ অঞ্চলের একটি শোভাযাত্রা রুট সংক্রান্ত নির্দেশিকা সামান্য অমান্য করেছিল। বাকি কোথাও কোন অসুবিধা হয়নি। আদালতের নির্দেশ মেনে তিন কোম্পানি সিআরপিএফ মোতায়েন করা হয়েছিল।

কেন্দ্র জানিয়েছে, ২ এপ্রিল একাধিক বিস্ফোরণের অভিযোগ উঠেছে। একটি বিস্ফোরণের অভিযোগ উঠলেও এনআইএ তদন্ত করতে পারে। আমরা তদন্তে প্রস্তুত। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বলেন, এই ধরনের গন্ডগোল একটা নিত্য নৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রত্যেক বছর ৬,৭, ৮ টা ঘটনা ঘটছে। বছরের পর বছর এই ধরনের ঘটনা ঘটছে। রাজ্যের কাছে তিনি জানতে চান, এটা কিভাবে আটকানো সম্ভব ? তিনি বলেন, বোমাবাজি, আগ্নেয়াস্ত্র উদ্ধার হওয়া, অশান্তির সব ঘটনাই সাধারণ মানুষকে উদ্বিগ্ন করে।